বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকা থেকে তুরস্কের রাষ্ট্রদূত প্রত্যাহারের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ঢাকা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের কোনো খবর তুরস্ক সরকার আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হয়নি। এ বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের জানিয়েছেন তিনি দেশের বাইরে যাচ্ছেন। তার অবর্তমানে কে দায়িত্ব পালন করবেন সে কথাও আমাদের জানিয়েছেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, কূটনীতিকদের এটি একটি স্বাভাবিক চর্চা। কূটনীতিকরা নিজের দেশে আলোচনা করার জন্য কিংবা অন্য কোনো দেশেও যেতে পারেন।
বাংলা৭১নিউজ/এমএম