বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তুরস্কের আঙ্কারায় তুর্কি জাতির পিতা কামাল আতাতুর্কের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় তুরস্কের আঙ্কারায় তুর্কি জাতির পিতা কামাল আতাতুর্কের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তিনি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে সমাধিস্থলে ভিজিটরস বইতে লিখেন। শ্রদ্ধা নিবেদনের সময় তুরস্কের সরকারের স্থানীয় প্রশাসনের ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট অধ্যাপক ড. জহতে আরসলানের আমন্ত্রণে শনিবার (২৩ এপ্রিল) পাঁচদিনের সফরে দেশটিতে গেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তুরস্কের সাংবিধানিক আদালতের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে পাঁচদিনের সফরে দেশটিতে পৌঁছেছেন তিনি।
সফরকালে তিনি আঙ্কারায় তুরস্কের সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানানো হয়। ২৫-২৮ এপ্রিল পর্যন্ত চলবে ওই সম্মেলন। সম্মেলন শেষে ২৮ এপ্রিল দেশে ফিরবেন প্রধান বিচারপতি। রোববার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বছরের ৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বাংলা৭১নিউজ/এসএইচ