শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন শ্রম আইনে পরিচালনার নির্দেশ প্রধান উপদেষ্টার কমিটি নিয়ে দ্বন্দ্ব, বৈষম্যবিরোধী ছাত্রদের দু’পক্ষের হাতাহাতি পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তারেক রহমান বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র লেবানন-ইয়েমেনে ইসরায়েলের হামলা, গাজায় নিহত আরও ২১ সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান

তুচ্ছ ঘটনায় হামলা, লুটপাট ও হত্যার চেষ্টা, আহত ৫

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৬ মে, ২০১৮
  • ১০৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় গুরুতর জখম হয়েছে মা ও ছেলে সহ কমপক্ষে ৫ জন। এসময় বাড়িতে ভাংচুর, লুটপাট ও পরিবারের অন্যান্য সদস্যদের হত্যার চেষ্টাও চালায় তারা।

শুক্রবার সন্ধ্যায় ইফতারের পনের মিনিট আগে উপজেলার জোয়াড়ি বৃকাচুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই গ্রামের আলী আহম্মেদের স্ত্রী ফাতেমা বেগম (৫৫) ও ছেলে আশরাফুল ইসলাম ওরফে সাইফুল (৩২) কে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। শনিবার সকালে অবস্থার অবনতি ঘটলে মা ও ছেলেকে উন্নত চিকিৎসার জন্য বনপাড়ার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় এবং দুপুরে এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় ১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।

প্রতিবেশী ও মামলা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে আম বাগানের মধ্য দিয়ে প্রতিবেশী হুজুর আলী ঘাস বোঝাই বস্তা নিয়ে যাওয়ার সময় এতে বাঁধা দেয় বাগান মালিক আশরাফুল ইসলাম সাইফুল। এ সময় এ নিয়ে দুজনের মধ্যে ব্যপক বাক-বিতন্ডা হয়।

পরবর্তীতে সন্ধ্যায় ইফতারের কিছুক্ষণ আগে মোটরসাইকেল নিয়ে আহমেদপুর বাজারের দিকে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে সড়কে উঠলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের আলীমদ্দিন ব্যাপারী (৫০), আব্দুস সালাম (২৬), রাজু ব্যাপারী (২৪) রিপন মিয়া (৩৫), তৌহিদুল ইসলাম (৪৫), আছিরউদ্দিন সেখ (৬০) ও কান্দাইল গ্রােেমর জাকির হোসেন (৩৫)সহ ১৫/১৬ জন আশরাফুল ইসলাম সাইফুলের উপর সশস্ত্র হামলা চালায়।

হামলাকারীরা রড ও লাঠি দিয়ে তাকে রক্তাক্ত জখম করে ও তার ব্যবহৃত মোটরসাইকেল ভেঙ্গে গুড়িয়ে দেয়। এ সময় স্থানীয় কথিত সন্ত্রাসী দুলাল প্রামাণিকের ইন্ধনে হামলাকারীদের একাংশ বাড়িতে এসে ভাংচুর চালিয়ে নগদ ৭০ হাজার টাকা, ২টি দামী মোবাইল সেট নিয়ে যায়। এতে বাঁধা দিতে এলে হামলাকারীদের মারপিটে মা ফাতেমা বেগম (৫৫), স্ত্রী স্বপ্ন্া বেগম (২৭) প্রতিবেশী কাশু তালুকদার (৩০), আব্দুল গণি (৩৫) ও খাজা আহমেদ তালুকদার (৫৫) গুরুতর আহত হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীরা সকলে পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com