বাংলা৭১নিউজ, ঢাকা: বর্তমান সরকারের আমলে তিস্তা চুক্তি যেন না হয় সেজন্য বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ইস্যু তৈরির কারখানা, তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। এই সরকার যেন তিস্তা চুক্তি করতে না পারে সেই জন্য বিএনপি নানাভাবে ষড়যন্ত্র করছে।
মুজিবনগর দিবসের ইতিহাস তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকের দিনের শপথ সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা।
তিনি বলেন, পঁচাত্তর পরবর্তী এদেশে মুক্তিযুদ্ধের চেতনা ভুলণ্ঠিত হয়েছে। তাই আজ সময় এসেছে ২১ বছর ধরে চলা সাম্প্রদায়িক বিষবৃক্ষকে উৎপাটনের। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ পরাজিত করতে পারবে না।
বাংলা৭১নিউজ/সিএইস