বাংলা৭১নিউজ,(রংপুর)প্রতিনিধিঃ কুড়িগ্রামের পীরগাছা উপজেলায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বোল্ডারেরপাড়ের তিস্তা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পীরগাছা থানার ওসি রেজাউল করীম জানান, স্থানীয় পথেল শেখ ও আবদুল তাদের নদী ভাঙনের কবলে পড়া বাড়িঘরের ক্ষতিগ্রস্ত মালামার নৌকায় করে নিরাপদ ও উঁচু স্থানে নিয়ে যাচ্ছিলেন। এসময় তীস্তা নদীর বোল্ডারেরপাড় এলাকা তীব্র স্রোতে হঠাৎ নৌকাটি ডুবে যায়।
নৌকায় থাকা দুই পরিবারের ৯ সদস্য সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে নৌকাসহ ঘর-বাড়ির ক্ষতিগ্রস্ত মালামাল নদীতে ডুবে যায়।
বাংলা৭১নিউজ/এমকে