ভরা পর্যটনের মৌসুমে এবার ব্যাপক ভিড় হয়েছে দার্জিলিংসহ পশ্চিমবঙ্গের ওই এলাকায়। এর মধ্যেই সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত ওই এলাকা। বুধবারও সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে সেখানে।
বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় সড়কে ধস নেমেছে। কালিমপং এবং গ্যাংটকগামী সেখানকার মহাসড়কের কোনো কোনো জায়গা তিস্তার পানিতে ডুবে গেছে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, কালিমপংয়ের পুলিশ সুপার মঙ্গলবার রাতে এক জরুরি বার্তায় জানিয়েছেন, বাসিন্দা বা পর্যটকদের কেউ যেন এলাকা না ছাড়েন।
টানা বৃষ্টির প্রভাব পড়েছে বাগডোগরা থেকে বিমান চলাচলেও। মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে ৩৩টি বিমান আসা-যাওয়ার কথা ছিল। ১৯টি বিমানই খারাপ আবহাওয়ার জন্য বাতিল করা হয়েছে।
ধসের জেরে আটকে যায় আপ এবং ডাউন টয় ট্রেন। দার্জিলিংগামী ট্রেন থামানো হয় রংটং স্টেশনে। শিলিগুড়িমুখী ট্রেন কার্শিয়াং থেকে দার্জিলিংয়ে ফিরিয়ে নেওয়া হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ