গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সমর্থনে ইরান, লেবানন, ইরাক এবং ইয়েমেন যৌথ নৌ মহড়া শুরু করেছে। আন্তর্জাতিক কুদস দিবসের আগে বৃহস্পতিবার ইরানের উত্তর ও দক্ষিণ আঞ্চলিক জলসীমায় পারস্য উপসাগর, মাকরান উপকূলীয় অঞ্চল এবং ক্যাস্পিয়ান সাগর জুড়ে যৌথ কুচকাওয়াজ শুরু হয়েছে।
আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি বলেছেন, ৩ হাজার ভারী এবং হালকা জাহাজ কুচকাওয়াজে অংশ নিচ্ছে।
তিনি আরও বলেন, এই কুচকাওয়াজের মূল লক্ষ্য প্রতিরোধ ফ্রন্টের সামুদ্রিক সক্ষমতা প্রদর্শন করা এবং দুষ্ট ও নিপীড়ক ইসরায়েলি শাসনব্যবস্থার প্রতি একটি বার্তা প্রদান করা। আইআরজিসি ইসরায়েলের জন্য সমুদ্রকে নরকে পরিণত করবে।
তাংসিরি বলেছেন, আইআরজিসি নৌবাহিনী ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নির্দেশ অনুসরণ করছে। ইসরায়েলকে বিশ্বের সামনে থেকে নির্মূল করবে তারা।
আইআরজিসি কমান্ডার ইসরায়েলি সরকারকে বলেন, আমরা কেবল স্থলভাগে যুদ্ধ করব না। আমরা সমুদ্রেও প্রস্তুত এবং তোমাদের পালানোর কোন উপায় থাকবে না।
সূত্র: প্রেস টিভি
বাংলা৭১নিউজ/এসএইচ