বাংলা৭১নিউজ, ডেস্ক: ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার উইনস্টন রিডকে কনুই দিয়ে আঘাত করার অপরাধে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
গত রবিবার ওয়েস্ট হামের ডিফেন্ডার উইন্সটন রেইডের মুখে কনুই দিয়ে আঘাত করেন আগুয়েরো। আঘাতের পর রেফারির চোখ এড়িয়ে গেলেও, ধরা পড়ে যান টিভি ক্যামেরায়। আর তাতেই আগুয়েরোকে পোহাতে হচ্ছে তিন ম্যাচের নিষেধাজ্ঞা।
আগামী ১০ সেপ্টেম্বর মহাগুরুত্বপূর্ণ ম্যানচেস্টার ডার্বিতে খেলা হচ্ছে না আগুয়েরোর। তাছাড়া ১৭ সেপ্টেম্বর বোর্নমাউথ ও ২০ সেপ্টেম্বর সোয়ানসির সঙ্গেও মাঠে দেখা যাবে না এই সিটি ফরোয়ার্ডকে।
২৪ সেপ্টেম্বর সোয়ানসির ম্যাচ দিয়ে ফের মাঠে ফিরবেন আগুয়েরো। এখন পর্যন্ত এই মৌসুমে ৬টি গোল করেছেন তিনি। ইউনাইটেডকে হারানোর যে স্বপ্ন দেখছিলেন সিটি কোচ পেপ গার্দিওলা। তাতে আগুয়েরোর মাঠে না থাকাটা ভীষণ ভাবাবে ম্যানসিটি বসকে।
বাংলা৭১নিউজ/সিএইস