বাংলা৭১নিউজ, নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে এক বৃদ্ধ মায়ের বুক ভরা চাপা কান্না, কখন তার ছেলেটি ঘরে ফিরে ডাকবে মা তুমি কোথায় আমাকে খাবার দেও। বৃদ্ধ মা টি দীর্ঘ তিন মাস ধরে দরজার সামনে বসে থাকেন কখন তার আদরের ছেলেটি মা বলে ডাকবে।
গত নভেম্বর মাসে বিএনপির কেন্দ্রীয় কমিটির ঘোষনা অনুযায়ী ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন ফরিদপুর শহরে একটি মিছিল বের করে। ঐ মিছিলটি পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তিতে পুলিশের কাজে বাঁধাদানে পুলিশ বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে। ঐ মামলায় ফরিদপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, ছাত্র দলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ ও ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া স্বপনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও জেলখানা থেকে মুক্ত হতে পারে নাই।
একের পর এক চুরির মামলা দিয়ে আটক রেখেছে পুলিশ। এই বিষয়ে মিরাজের বৃদ্ধ মা জানান আমার ছেলে ফরিদপুরের এক জন বিশিষ্ট ব্যবসায়ী ও একজন রাজনৈতিক নেতা। আমার সেই ছেলেকে পুলিশ প্রতিবেদনে লিখেছেন আমার ছেলে একজন চোর এই তার পেশা।
মিরাজের মা আরো বলেন পুলিশ এতবড় মিথ্যা প্রতিবেদন আদালতে কি করে দিলেন আমার বোধগম্য হয় না। আমি আমার ছেলের এই মিথ্যা মামলা থেকে অব্যহতি চাই।
মিরাজ, স্বপন, তাবরিজ এই তিন নেতার মিথ্যা মামলা ও গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, কেন্দ্রীয় যুবদলের নেতা মাহাবুবুল হাসান পিংকু, শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, জিয়া পরিষদের ফরিদপুরের সভাপতি এ্যাড. আব্দুল হান্নান। তারা অবিলম্বে গ্রেফতারকৃত নেতাদের নি:শর্ত মুক্তির দাবি জানান।
বাংলা৭১নিউজ/জেএস