বাংলা৭১নিউজ, ঢাকা: ওয়ানডে দলের সেরা ব্যাটসম্যানের জায়গা তিন নম্বর। ভারতের বিরাট কোহলি খেলছেন তিন নম্বরে। ইংল্যান্ডের জো রুট খেলেন তিন নম্বরে। নিউজিল্যান্ড দলের কেন উইলিয়ামসনের জায়গাও তিন নম্বরে।
এ জায়গায় ক্রিকেটারদের নিয়ে বরাবরই আলাদা প্রত্যাশা থাকে। তাই তাদের উপর থাকে বাড়তি চাপ। রানের চাকা সচল রাখার পাশাপাশি বড় স্কোরের ভিত গড়ে দেওয়ার কাজটা মূলত তাদেরই। এজন্য সেরা ব্যাটসম্যানদের জায়গা তিন নম্বরে।
গত বছর বাংলাদেশ ১৯টি ওয়ানডে খেলেছে। এর মধ্যে তিন নম্বরে ব্যাটিং করেছে ৪ ব্যাটসম্যান। বিশ্বকাপে ৬টি ম্যাচের মধ্যে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ বাদে পাঁচটি ওয়ানডেতে তিনে ব্যাটিং করেছেন সৌম্য সরকার। স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটিং করেছেন বিশ্বকাপে দুটি সেঞ্চুরি পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজে পরীক্ষামূলকভাবে লিটন কুমার দাসকে মাঠে নামায় টিম ম্যানেজম্যান্ট। কিন্তু নিজেকে মেলে ধরতে ব্যর্থ লিটন। শেষ তিন ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিনে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন ও মুশফিকুর রহিম।
টি-টোয়েন্টিতে সাব্বির রহমানকে তিনে সেট করলেও ওয়ানডেতে কোনো ব্যাটসম্যানকে সেট করতে পারছে না টিম ম্যানেজম্যান্ট। মাশরাফি বিন মুর্তজা জানালেন দলের সেরা ব্যাটসম্যানকেই কোচ হাথুরুসিংহে তিন নম্বরে ব্যাটিং করাচ্ছেন। তবে সাব্বির রহমানকে ওয়ানডেতেও তিন নম্বরে নামানো হবে কিনা সেই বিষয়ে মাশরাফি স্পষ্ট কিছু বলেননি।
আসন্ন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তিন নম্বরে কে ব্যাটিং করবেন এটাই বড় প্রশ্ন। অধিনায়কের কাছে জানতে চাওয়া হলে বলেন, ‘তিন নম্বরে যে ব্যাটিং করতে কমফোরটেবল ফিল করবে তাকে নামানো হবে। এখন পর্যন্ত যারা করেছে তারা খুব খারাপ খেলেনি। কোচ এ বিষয়টি কাছ থেকে দেখছে। দিন শেষে উনি সিদ্ধান্ত নিবেন। কিন্তু আমার মতে যে ভালো করছে তাকে সুযোগ দেওয়া উচিত।’
স্কোয়াডে যারা আছে তাদের মধ্যে তিনে ব্যাটিং করার সম্ভাবনা বেশি মাহমুদউল্লাহ রিয়াদের। তামিম, সৌম্য ওপেনিংয়ের পর মাহমুদউল্লাহ সেরা পছন্দ হতে পারে। যদি ইমরুল কায়েস সেরা একাদশে জায়গা পান তাহলে নিশ্চিতভাবেই ইমরুল খেলবেন তিনে।
বাংলা৭১নিউজ/সিএইস