শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে আইসিসির শাস্তি শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সচিবালয়ে অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের ১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত প্রাণ এএমসিএলের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন সেতু মন্ত্রণালয় থেকে বাদ যাচ্ছে ১১১৮৬ কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয় বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক ‘পিলখানা হত্যায় নিরপেক্ষ থেকে ষড়যন্ত্র চিহ্নিত করা হবে’ চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস

তিনদিনের ছুটিতে বগুড়ার বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়

বগুড়া প্রতিনিধি:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৭ বার পড়া হয়েছে

টানা তিনদিনের ছুটির শুরুতে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়সহ বিনোদন কেন্দ্রগুলোতে সব বয়সী মানুষের ভিড় দেখা গেছে। পরিবার পরিজন নিয়ে সেখানে ঘুরে বেড়াচ্ছেন। সব বয়সীরাই ছুটির সময়গুলো একটু অন্যভাবে কাটানোর চেষ্টা করছেন। আত্মীয়স্বজনের বাড়িতে বেড়ানো পাশাপাশি বেশিরভাগ মানুষ ছুটে যাচ্ছেন বিনোদন কেন্দ্রগুলোতে।

পুণ্ড্রনগরের রাজধানী হিসেবে পরিচিত বগুড়ার মহাস্থানগড়। এখানে রয়েছে হজরত শাহ সুলতান বলখি (রা.) এর মাজার, জিয়তকুপ, শিলাদেবির ঘাট, জাদুঘর ও পিকনিক স্পটসহ বেশকিছু দর্শনীয় স্থান রয়েছে।

মহাস্থান যাদুঘর কর্তৃপক্ষ বলছে, ভিড় আরও বাড়বে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করেছেন তারা। বগুড়া শহরের নবাববাড়ীতে রয়েছে অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মাদ আলীর বাড়ি। ওই বাড়িটিতে এখন প্যালেস মিউজিয়াম করা হয়েছে। নবাব পরিবারের ব্যবহৃত জিনিসপত্র এবং রকমারি দর্শনীয় জিনিস দিয়ে সাজানো হয়েছে মিউজিয়ামটি।

jagonews24

শহরের খান্দার এলাকায় রয়েছে ওয়ান্ডারল্যান্ড। এখানে রয়েছে শিশুদের নানা রাইড এবং বিভিন্ন খেলা ব্যবস্থা। এর প্রবেশ মূল্য ৫০ টাকা। এখানে প্রতিদিন ভিড় করছে শিশু-কিশোরসহ অসংখ্য মানুষ। এদিকে দীর্ঘ ছুটি ও বিজয় দিবস উপলক্ষে ওয়ান্ডারল্যান্ডে নানা রকম অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।

শহরের পৌরপার্ক ও শহীদ খোকন পার্কের খোলা জায়গায় আড্ডা দিয়ে ছুটির সময় কাটান অনেক পরিবারের সদস্যরা। বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীর কালিতলার হার্ডপয়েন্টের দক্ষিণে রয়েছে প্রেম যমুনার ঘাট। গত কয়েক বছরে এটি একটি বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।

যমুনা নদীর পাশে নির্মল পরিবেশে সময় কাটাতে এখানে প্রতিদিন আসছে শত শত মানুষ। এছাড়া বগুড়া শহরের পাশ্চাত্য খাবারের রেস্তোরাঁ আড্ডা, রেডচিলিজ, রোচাস, বার-বি-কিউ লা ভিলা, মাইডাস, শখসহ বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টগুলোতে রয়েছে ভিড়। শহরের সাতমাথায় চটপটি ফুচকা, কাবাব, কোমলপানীয় আর মুখরোচক খাবার দোকানগুলোতে এবার রেকর্ড পরিমাণে বিক্রি হচ্ছে।

শহরের ওয়ান্ডার ল্যান্ডে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টারের সামনে দর্শনার্থীরা দীর্ঘ লাইন। সেখানে কথা হয় খাদিজা খাতুনের সঙ্গে। চার ও আট বছরের মেয়ে মারিয়া ও বিউটিকে নিয়ে এসেছেন তিনি। তিনি বলেন, মেয়েদের বায়নার কাছে হার মেনেই শিশুপার্কে আসা। ওদের বাবা গেছেন টিকিট কাটতে। যে ভিড়, দেখা যাক ঢোকা যায় কী-না।

jagonews24

মহাস্থানগড়, খেরুয়া মসজিদ, গোকুল মেধ, ভাসু বিহার, যোগীর ভবন, ভীমের জাঙ্গাল, রানী ভবানীর বাপের বাড়ি, পরশুরামের প্রাসাদ, মানকালীর কুণ্ড এরমধ্যে অন্যতম।

মহাস্থানগড় দেখতে নাটোরের বড়াইগ্রাম থেকে এসেছিলেন মেডিকেল কলেজের ছাত্রী আলেয়া রহমান। তিনি বলেন, এত দিন ইন্টারনেট এবং বইয়ে প্রাচীন এ স্থাপনা সম্পর্কে পড়েছি। এবার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সেটি দেখতে এসেছি। এখানে এসে স্থাপনাটির নির্মাণশৈলী ও বিভিন্ন কারুকাজ দেখে মুগ্ধ হয়েছি।

বগুড়ার শহরের খান্দারের ওয়ান্ডারল্যান্ড বিনোদন কেন্দ্রের জেনারেল ম্যানেজার এসএম পারভেজ জানান, এবার দর্শনার্থীদের সংখ্যা বেশি। ছুটির শুরু থেকে আবহাওয়া ভালো হওয়া দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। তিনি আরও জানান, দর্শকদের চাহিদা মাথায় রেখে তাদের কেন্দ্র নতুন করে সাজানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com