বাংলা৭১নিউজ, জামাল হোসেন বাপ্পা, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইনেবোর্ডে লেখা হয়েছে, ‘সন্ন্যাসী মাধ্যমিক বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়’। এটি ১৮৪নং সন্ন্যাসী প্রাথমিক বিদ্যালয়ের সাইনবোর্ড। এটা শুধুই প্রাথমিক বিদ্যালয় হলেও সাইনবোর্ডে প্রাথমিক ও মাধ্যমিক দুটো কথাই লেখা রয়েছে। একই সাথে ‘বালিকা’ কথাটিও লেখা রয়েছে। অর্থাৎ এটি শুধুই বালিকাদের জন্য অনুমোদিত।
গোটা সাইনবোর্ডটির লেখা পড়লে সকলেই অবাক হবেন নিঃসন্দেহে। কারন একটি প্রাথমিক বিদ্যালয়ের সাইনবোর্ডে মাধ্যমিক কথাটি ও যুক্ত হয়েছে। তাহলে কি যাহা মাধ্যমিক তাহাই প্রাথমিক বলে মনে করতে হবে? এদিকে বিদ্যালয়টির ভবনে খোদাই করে লেখা রয়েছে ‘সন্ন্যাসী সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়’। অথচ এখানে ছেলে মেয়ে সকলেই পড়ছেন।
৫ম শ্রেণির ছাত্রী (রোল-১) তালহা আক্তারসহ অনেকেই বিদ্যালয়টির নাম বলতে গিয়ে ওই সাইনবোর্ডের কথাগুলোই বললেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান বলেন, ২০১৩ সালে যখন বিদ্যায়লটি জাতীয়করণ করা হয় তখন এর নাম লেখা ছিলো ‘সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বালিকা বিদ্যালয়’। ওই সময় এটি সংশোধন হয়ে ‘সংলগ্ন’ কথাটি উঠে যায়। এরপরে আর নাম সংশোধনের চেষ্টা করিনি।
এ সম্পর্কে সংশ্লিষ্ট ক্লাষ্টারের সহকারি শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, দীর্ঘদিন ধরেই এভাবে চলে আসছে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেব।
বাংলা৭১নিউজ/জেএস