সোমবার, ০১ জুলাই ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মকর্তাদের কাজ করতে হবে সব বিভাগে ভারী বর্ষণের সতর্কতা, ভূমিধসের শঙ্কা আরও ৫০০ কোটি ডলার দান করলেন ওয়ারেন বাফেট ‘সুন্দরবনের মধু’ বাংলাদেশের জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে নিত্যপণ্যের দাম নাগালে রাখতে কর্পোরেট নির্ভরশীলতা কমাতে হবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন সংস্থার এপিএ চুক্তি এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত প্রায় ১০ হাজার বাজেটে বিদেশনির্ভরতা কমিয়ে আনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী বিরোধীদের রেকর্ডভাঙা জয়ের পূর্বাভাস, কত আসন পাবে লেবার পার্টি বিশ্ববিদ্যালয় অচল হলে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত ভারতকে রেল করিডোর দেওয়া দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিদেশ যেতে মতিউরের স্ত্রীর আবেদন এবার সেই ফয়সালকে বগুড়ায় বদলি সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুর হাইকোর্টে জামিন শিক্ষার দুর্নীতি ভাষায় প্রকাশ করা যায় না পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীরা এইচএসসি পরীক্ষার সময় বৃষ্টি হলে সময় বাড়বে নুর ও রাশেদের বিরুদ্ধে ভবন মালিকের মামলার প্রতিবেদন পেছাল ৯৯৯-এ ফোন করে মেঘনায় আটকে পড়া ৭ ছাত্র উদ্ধার বেড়েছে অনলাইন জুয়া, নিয়ন্ত্রণে দরকার সমন্বিত প্রচেষ্টা

তাড়াশে অপরিকল্পিত পুকুর খননে কমছে ফসলী জমি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১১৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধি : শস্যভান্ডার খ্যাত সিরাজগঞ্জের তাড়াশে জমির শ্রেনি পরিবর্তন করে ফসলী জমি নষ্ট করে পুকুর খনন চলছে বেপোররোয়া ভাবে। এভাবে নিয়মনীতির তোয়াক্কা না করে পুকুর খননের ফলে কমে যাচ্ছে শত শত একর ফসলী জমি। অবাদে পুকুর খনন চলতে থাকলে আগামী ৫ বছরের মধ্যে তাড়াশ উপজেলাতে ফসলী জমি পাওয়া যাবে কিনা সন্দেহ রয়েছে স্থানীয় কৃষকদের।
এলাকার কৃষকদের অভিযোগ, কৃষি নির্ভরশীল দেশে এভাবে পুকুর খননের ফলে এক সময় দেশে খাদ্য ঘাটাতর আশংকা রয়েছে। কেহ পুকুর খনন করতে চাইলে তাহলে সরকারী বিধি মোতাবেক শ্রেনী পরিবর্তন করে করতে পারে।
অথচ সাময়িক অধিক মুনাফার লোভে পরে এক শ্রেনির দালাল চক্র নিরহ জমি মালিকদের ভুল ভাল বুঝিয়ে কোন নিয়ম নীতি না মেনে নিজেদের ইচ্ছে মতো অপরিকল্পিত ভাবে কাটছে পুকুর । আবার প্রভাবশালীরা সরকারি বিভিন্ন রাস্তার খাল দখল করে পুকুর খননের কারুনে জনগুরুত্ব পূর্ন রাস্তা ভেঙ্গে প্রতিনিয়ত দূর্ঘটনার স্বীকার হতে হচ্ছে পথচারীদের।
তাড়াশ উপজেলা কৃষি কর্মর্কতা কৃষিবিদ মো: সাইফুল ইসলাম বলেন, শস্য ভান্ডার হিসেবে পরিচিত তাড়াশ উপজেলায় গত ৩ বছরে যেভাবে পুকুর খনন শুরু হয়েছে তাতে আগামী কয়েক বছরের মধ্যে এলাকায় কৃষি জমি পাওয়া হবে দুষ্পাপ্য। যত্রতত্র ভাবে এসব পুকুর খনন বন্ধে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার এস এম ফেরদৌস ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবীব জিতু অভিযান শুরু করছেন।
এ বিষয়ে তাড়াশ সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবীব জিতু বলেন, পুকুর কাটা রোধে আমরা অভিযান শুরু করেছি। তিনি আরো বলেন, অভিযানের ফলে এক শ্রেনির অসাধু ব্যাক্তি রাতে পুকুর কাটছে। প্রয়োজনে রাতেও আমাদের অভিযান পরিচালনা করা হবে। যারা নিয়ম নীতি ভঙ্গ করে পুকুর খনন করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার এস এম ফেরদৌস ইসলাম বলেন, আমরা শুরু করেছি পুকুর কাটা বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান চলমান থাকবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com