বাংলা৭১নিউজ, ঢাকা: সোহাগ গাজী থেকে আব্দুর রাজ্জাক। বোলিং অ্যাকশন শোধরানোর পর নিজদের স্বাভাবিক ছন্দ শতভাগ ধরে রাখতে পারেননি। রাজ্জাক ধীরে ধীরে নিজের জায়গায় ফিরলেও সোহাগ গাজী এখনো অচেনাতেই রয়েছেন। এবার শঙ্কা তাসকিন আর আরাফাত সানিকে নিয়ে। অ্যাকশন শোধরানোর কাজ করছেন তারা। দুজনের মধ্যে তাসকিনকে নিয়ে শঙ্কা বেশি। গতিতে হেরফের হতে পারে পেসারের!
বিসিবিতে খোঁজ-খবর নিয়ে জানা গেল, তাসকিনের যে ডেলিভারিতে সমস্যা ছিল সেটি ইতিমধ্যে পাল্টে ফেলেছেন। এখন চলছে অনুশীলন। ইংল্যান্ড সিরিজের আগে নতুন অ্যাকশনের পরীক্ষা দিতে পাঠানো হবে। বোর্ডের ইচ্ছা, ইংল্যান্ড সিরিজ হলে ওয়ানডেতে তাসকিনকে নামিয়ে দেয়া হবে।
সেপ্টেম্বরের ৩০ তারিখ ঢাকায় আসার কথা ইংল্যান্ডের। সব কিছু ঠিকঠাক থাকলে তিনটি একদিনের ম্যাচের পাশাপাশি দুটি টেস্ট খেলবে ইংলিশরা।
তাসকিনের অ্যাকশন শোধরানোর প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের গতি যাতে ঠিক থাকে সে বিষয়টি মাথায় রাখা হয়েছে। নতুন অ্যাকশনে আপাতত গতি হালকা একটু কমলেও চিন্তার কিছু নেই। ধীরে ধীরে আগের জায়গায় চলে আসবে।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) কারণে তাসকিনের অ্যাকশন শোধরানোর কাজ শুরু করতে দেরি হয়। লিগ শেষ করে নতুন অ্যাকশন নিয়ে কাজ করেন রাজধানীর মোহাম্মদপুরের ছেলে তাসকিন।
বিসিবি সূত্রে জানা গেছে, তাসকিন-আরাফাত সানির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। তবে মৌখিকভাবে আলোচনা হয়েছে ইংল্যান্ড সিরিজের আগেই দুজনকে পরীক্ষা দিতে পাঠানো হবে।
হিথ স্ট্রিক চাকরি ছাড়ায় তাসকিনের পুনর্বাসন প্রক্রিয়া দেখভাল করছেন সাবেক পেসার জাকির হোসেন। তিনি আশাবাদী ইংল্যান্ড সিরিজে আগের তাসকিনকেই দেখা যাবে, ‘পেস তাসকিনের মূল সম্পদ। বাউন্সার ডেলিভারিতে ওর সমস্যা ছিল। এখন মনে হচ্ছে সমস্যা নেই। আমরা ওর গতি ঠিক রেখে অ্যাকশন শোধরানোর চেষ্টা করেছি। আশা করছি ইংল্যান্ডের বিপক্ষে ওর ধার এতটুকু কমবে না।’
বাংলা৭১নিউজ/সিএইস