বাংলা৭১নিউজ,ডেস্ক: ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী বনাম ভিক্টোরিয়ার আজকের ম্যাচটি মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে আবাহনী পেসার তাসকিন আহমেদের বাউন্সারের আঘাতে ভিক্টোরিয়ার সোহরাওয়ার্দী শুভ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মিরপুরে আজ টস হেরে ব্যাটিং নামে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ইনিংসের ২৫তম ওভারে বোলিং করছিলেন তাসকিন আহমেদ। এ সময় ২১ রান নিয়ে ব্যাটিং করছিলেন শুভ। ওভারের তৃতীয় বলটি বাউন্সার মনে করে কিছুটা নিচু হয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যক্রমে বল বাহাতি এই ব্যাটসম্যানের ডান কানের পিছনের দিকে বিপজ্জনক জায়গায় লাগে। সঙ্গে সঙ্গেই শুভ লুটিয়ে পড়েন।
গুরুতর ইনজুরি হওয়ায় সঙ্গে সঙ্গেই মাঠ থেকে স্ট্রেচারে করে বাইরে আনা হয় তাকে। এরপর বিসিবির কর্মরত ডাক্তাররা তাকে পরীক্ষা নিরীক্ষা করেন। পরীক্ষা শেষে দ্রুতই ঢাকা অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে শুভকে।
শুভর আঘাত কতটা গুরুতর-তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাউন্সারের আঘাতে ক্রিকেট মাঠে এমন দুর্ঘটনা অতীতে অনেক দেখেছে ক্রিকেটবিশ্ব। সর্বশেষ বাউন্সারের আঘাতে প্রাণ হারানো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিলিপ হিউজের মৃত্যু এখনো আমাদের নাড়া দেয়। ঢাকার মাঠে নব্বই দশকের মাঝামাঝি ফিল্ডিংয়ের সময় ভারতীয় টেস্ট ক্রিকেটার রমন লাম্বার মাথায় বল লেগে দুই দিন পর প্রাণ হারান ।
বাংলা৭১নিউজ/সিএইস