পালেকেল্লে টেস্টের প্রথম দিনে বাংলাদেশি ক্রিকেটারদের বাজে বোলিং আর বাজে ফিল্ডিংয়ের সুবিধা পুরোপুরি কাজে লাগিয়ে রানের পাহাড় গড়ে স্বাগতিক শ্রীলঙ্কা। দিনশেষে তাদের সংগ্রহ ছিল এক উইকেটে ২৯১ রান। তবে দ্বিতীয় দিনে কিছুটা সাফল্যের দেখা পেয়েছেন বাংলাদেশের বোলাররা। তাসকিন আহমেদের জোড়া আঘাত ও তাইজুলের এক উইকেট শিকার শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৪ উইকেটে ৩৩৪ রান।
শুক্রবার (৩০ এপ্রিল) দ্বিতীয় দিনের ষষ্ঠ ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে শ্রীলঙ্কাকে তিনশ রানের ঘরে নেন ওশাডা ফার্নান্ডো। দ্বিতীয় দিন ডানহাতি এই ব্যাটসম্যান ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি করেছেন চার মেরে। এজন্য ১৩২ বল খেলেছেন তিনি। একই সঙ্গে লাহিরু থিরিমান্নের সঙ্গে তার জুটি একশ পূর্ণ হয়। এরপর দলীয় ৩১৩ রানের মাথায় ১৪০ রান করে আউট হন লাহিরু থিরিমান্নে। তাসকিন আহমেদ তাকে লিটন দাশের ক্যাচ বানান। ওশাডা ফার্নান্ডোর সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি ছিল তার। ২৯৮ বলে ১৫টি চারে সাজানো ছিল এই ইনিংস।
এরপর তাসকিন আহমেদের বলে দুর্দান্ত এক ক্যাচ ধরলেন লিটন দাশ। চমৎকার লেন্থের বল খানিকটা টার্ন করে অ্যাঞ্জেলো ম্যাথুজের ব্যাটে লেগে ছোটে পেছনে। বাংলাদেশের উইকেটকিপার ডান দিকে ঝাঁপিয়ে তা গ্লাভসের মধ্যে নেন। মাত্র ৫ রানে আউট হন লঙ্কান এই ব্যাটসম্যান।
অ্যাঞ্জেলো ম্যাথুজের পর দ্রুতই দলকে আরেকটতি সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। তিনি ফেরান ধনঞ্জয়া ডি সিলভাকে। ৯ বলে ২ রান করেন তিনি। দলের রান তখন ৩২৮।
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১১১ ওভারে ৩৩৪/৪ (দিমুথ করুনারত্নে ১১৮, লাহিরু থিরিমান্নে ১৪০, ধনাঞ্জয়া ডি সিলভা ২, অ্যাঞ্জেলা ম্যাথুজ ৫, ওশাডা ৬৫*, নিশাংকা ০*) তাসকিন ২/৮৬, তাইজুল ১/৬২, শরীফুল ১/৫৯।
বাংলা৭১নিউজ/এবি