পটুয়াখালীতে নূর জাহান বেগম (৪৫) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নূর মোহাম্মদের (৫৫) বিরুদ্ধে। এ ঘটনার পর থানায় আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত স্বামী।
রবিবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর বলাইকাঠি গ্রাম থেকে ওই গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নূর জাহান বেগমের পুত্রবধূ রোজী আক্তার ও নূপুর বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছিলেন শ্বশুর নুর মোহাম্মদ। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল।
তারা বলেন, গত রাতে নূর মোহাম্মদ স্ত্রী নূর জাহান বেগমের কাছে তালাক চেয়ে চাপ প্রয়োগ করেন। এ সময় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নূর জাহান স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিলেও তালাক দিতে রাজি হননি। রবিবার সকালে ঘুম থেকে উঠে শাশুড়ির গলাকাটা মরদেহ দেখতে পান তারা।
দুই পুত্রবধূ অভিযোগ করে বলেন, শ্বশুর নূর মোহাম্মদ শাশুড়িকে গলাকেটে হত্যা করেছেন।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ বলেন, ‘‘ঘটনার পরপরই নূর মোহাম্মদ থানায় আত্মসমর্পণ করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
বাংলা৭১নিউজ/একে