বাংলা৭১নিউজ, প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে সাম্প্রতিক সহিংসতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত রয়েছে।
শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৃণমূলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সেতুমন্ত্রী বলেন, ‘কোটা সংস্কারের মধ্যেও ঢুকে গেছে, তারেক জিয়া। দেখেন নাই? টেলিফোনে সংলাপ? ওটাও আল্লাহর রহমতে সফল হয়নি। এখন গিয়া পাহাড়ে ধরছে। সেখানকার যে বিভেদ, সেখানে রক্তপাতের মধ্যেও তারা ঢুকে পড়েছে। এ রকম ইঙ্গিত আমরা পাচ্ছি। সেহেতু আমাদেরকে সতর্ক থাকতে হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবে না? বিএনপি নির্বাচনে না এলে বাংলাদেশে সংবিধান পরিবর্তন হবে না। বিএনপি নির্বাচনে না এলেও কর্ণফুলীর স্রোত থেমে থাকবে না। বিএনপি নির্বাচনে না এলেও পাহাড়ে অসন্তোষ থেমে থাকবে না।
তৃণমূলের কর্মীরা আওয়ামী লীগের শক্তি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তারা নিজেরাই নিজেদের নেতিবাচক রাজনীতিতে আটকে আছে।’
গত নয় বছরে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বিএনপি নয় মিনিটের সফলতা পায়নি বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটি আত্মস্বীকৃত দুর্নীতি ও দণ্ডপ্রাপ্তদের দল।’
আগামী পাঁচ মাস পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘সময় কম। প্রতিটি এলাকায় কেন্দ্র কমিটি গঠন, পোলিং এজেন্ট ঠিক করতে হবে। জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি কাজ শুরু করেছে। দলের অভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে ফেলতে হবে।’
এ ছাড়া চট্টগ্রাম মহানগরের ছয়টি ওয়ার্ডে দুটি করে কমিটি রয়েছে যার এক মাসের মধ্যে একটি করা। তিনি ১৫টি থানার পূর্ণাঙ্গ কমিটি গঠনে দেড় মাস সময় বেধে দেন। এ সময় তৃণমূলের নেতারা বিভিন্ন আসনের জনপ্রতিনিধি নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।
বাংলা৭১নিউজ/জেএস