মানহানির মামলায় নড়াইলের একটি আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুই বছরের সাজার প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচির নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল, নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ শেষে নয়াপল্টনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশ নেন- যুবদলের গোলাম মাওলা শাহীন, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সহ-সভাপতি মাহমুদুল হাসান বাপ্পী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সভাপতি ওমর ফারুক কাওছার, পার্থদেব মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ, তানজিল হাসান, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, এসএম হলের এইচএম আবু জাফর প্রমুখ।
সমাবেশ থেকে তারেক রহমানের সাজা ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে নড়াইলের একটি মানহানি মামলায় তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে বৃহস্পতিবার রায় দেন আদালত। একই মামলায় তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এমকে