বাংলা৭১নিউজ,ঢাকা: দেশের সব মসজিদে খতম তারাবির নামাজে একই পদ্ধতি অনুসরণের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
এজন্য রমজানের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা ও বাকি ২১ দিনে এক পারা করে ২১ পারা তেলাওয়াতের পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া সরকারি এ সংস্থাটি জানিয়েছে, পবিত্র রমজানে যে কোনো মোবাইল ফোন অপারেটর থেকে ‘৩৩৩’ নম্বরে কল করে নামাজ, রোজা, জাকাত ও ফিতরা সম্পর্কে বিভিন্ন মাসলা-মাসায়েল এবং সেহরি ও ইফতারের সময় জানা যাবে।
চাঁদ দেখা সাপেক্ষে ৭ বা ৮ মে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হচ্ছে। এ উপলক্ষে ইফার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজানে দেশের বিভিন্ন মসজিদে খতম তারাবিতে পবিত্র কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তেলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা পরিলক্ষিত হয়। এতে কর্ম উপলক্ষে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এ অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও অতুষ্টি অনুভূত হয়। কোরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তারা বঞ্চিত হন। এ পরিস্থিতি নিরসনে রমজানের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা ও বাকি ২১ দিনে এক পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র লাইলাতুল কদরে কুরআন খতম করা সম্ভব হবে। তাই একই পদ্ধতিতে কোরআন খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদের খতিব-ইমাম, মসজিদ কমিটি, ধর্মপ্রাণ মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ জানিয়েছে ইফা।
প্রতিষ্ঠানটির অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজানে যে কোনো মোবাইল ফোন অপারেটর থেকে ‘৩৩৩’ নম্বরে কল করে নামাজ, রোজা, জাকাত ও ফিতরা সম্পর্কে বিভিন্ন মাসলা-মাসায়েল এবং সেহরি ও ইফতারের সময় জানা যাবে। গত বছর রমজান থেকে চালু হয় ৩৩৩-এ ফোন করে ইসলামিক সেবা দেয়া কার্যক্রম।
৩৩৩-এ ফোন করে সেবা নিতে সাধারণ কল চার্জ প্রযোজ্য হবে। এতে বলা হয়, জনগণের দোরগোড়ায় সেবা প্রদান নিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এটুআই-এর মাধ্যমে এ কল সেন্টার চালু করা হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় গত বছরের ১২ এপ্রিল এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন।
বাংলা৭১নিউজ/এফ.এ