শুরুতে ঝড় তুলেছিলেন তামিম ইকবাল। পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ এবং বাংলাদেশের সৌম্য সরকারকে কিছুক্ষণ করে সঙ্গী হিসেবে পেয়েছিলেন। শেষ পর্যন্ত ৪৫ বল খেলে ৭১ রানের ঝোড়ো ইনিংস খেললেন তামিম।
তামিমের এই ঝড় সত্ত্বেও দুর্দান্ত ঢাকার বিপক্ষে ফরচুন বরিশালের স্কোর খুব বেশি বড় হবে না মনে হচ্ছিলো। তবে শেষ ওভারে হঠাৎ ঝড় তোলেন সাইফুদ্দিন। তার মাত্র ৬ বলে ২৩ রানের ওপর ভর করে ফরচুন বরিশালের স্কোর দাঁড়ালো ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানের। জিততে হলে দুর্দান্ত ঢাকাকে করতে হবে ১৮৭ রান।
উদ্বোধনী জুটিতে শেহজাদকে নিয়ে ৫০ বলে ৭৬ রান তোলেন তামিম। শেহজাদ ২২ বলে ২৪ রান করে সাজঘরে ফেরত গেলে সৌম্য সরকারের সঙ্গে ৩১ বলে ৪৮ রানের আরও একটি দারুণ জুটি করেন তামিম।
তামিম-ঝড় থামার পর মাহমুদুল্লাহকে নিয়ে ১৬ বলে ২৫ রানের জুটি করেন সৌম্য। শেষদিকে সাইফুুদ্দিনের ঝোড়ে ব্যাটিংয়ে শোয়েব মালিকের সঙ্গে জুটি করে ৮ বলে ২৫ রান পায় বরিশাল। ফলে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে তামিমের দল।
বাংলা৭১নিউজ/এসএইচ