তামিম ইকবালকে বিশ্বকাপ দলে ফিরিয়ে আনতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন তার ভক্তরা।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেবির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক তামিমভক্ত অংশ নেন।
মানববন্ধনে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থী মমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন এন এম রাসেল, উজ্জ্বল মিয়া ও কাউসার আহম্মেদ সোহাগ।
মমিনুল ইসলাম বলেন, ‘বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে তামিমের বিকল্প তৈরি হয়নি। যাদের সুযোগ দেওয়া হয়েছিল তারা সবাই ব্যর্থ। তামিম ইকবাল আনফিট বা সব ম্যাচ খেলতে পারবেন না, এসব বলে বাদ দেওয়া হয়েছে; যা মেনে নেওয়ার মতো নয়। আশা করি দ্রুত তাকে দলে অন্তর্ভুক্ত করা হবে।’
মানববন্ধনে কাউসার আহম্মেদ সোহাগ বলেন, ‘আমরা বাঙালি, ক্রিকেট আমাদের আবেগ। ছোটবেলা থেকেই শাহরিয়ার নাফিস, আফতাব আহমেদ, মো. রফিক, হাবিবুল বাশারের খেলা দেখে বড় হয়েছি। তামিম ইকবালের খেলাও দেখেছি তার ক্যারিয়ারের শুরু থেকেই। আমরা জানি ক্রিকেটে তার অবদান কতটুকু। তার রিপ্লেসমেন্ট তৈরি এখনো হয়নি। বিসিবি ও তার মধ্যে যে অন্তর্কোন্দল, আশা করি তা খুব দ্রুত শেষ হবে। তামিমকে বিশ্বকাপ দলে দেখবো এটাই প্রত্যাশা ‘
বাংলা৭১নিউজ/এসএইচ