বাংলা৭১নিউজ, ঢাকা: তাবলীগ জামাতের দুই গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়ে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার রাতে একটি গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাবলীগের এই অভ্যন্তরীণ সমস্যা তাদেরকেই সমাধান করতে হবে। আমরা এ ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাচ্ছি না। আমরা চাই তাবলীগের আমির, তাবলীগের যারাই আছেন, তারাই তাদের দ্বন্দ্ব সুরাহা করুক।
তিনি বলেন, কে গেল আর কে আসলো সেটা আমাদের দেখার বিষয় না। সবকিছু যেন সিকিউরড থাকে এটা আমরা নিশ্চিত করব। আমরা কোনও সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না, তবে রাস্তাঘাট যেন বন্ধ না করে ক্লিয়ার থাকে সেটা আমরা নিশ্চিত করব।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা কোথাও কোনো জায়গায় কোনো ধরণের বিশৃঙ্খলা হতে দেব না। তাদের ভেতরের দ্বন্দ্ব তাদেরকেই ঠিক করতে হবে। কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে আমাদের নিরাপত্তা বাহিনী তৈরি আছে।
উল্লেখ্য, ইজতেমায় অংশ নিতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান ভারতের তাবলীগ জামাতের আমির মাওলানা সাদ। তাকে স্বাগত জানানোর জন্য ঢাকার কাকরাইলের মুরুব্বি প্রকৌশলী সৈয়্দ ওয়াসিফুল ইসলামের নেতৃত্বে তাবলীগ জামাতের আরেক অংশের সমর্থকরা অবস্থান করেন।
অপরদিকে, মাওলানা সাদ বিরোধীরা তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না ঘোষণা দিয়ে বেলা ১১ টা থেকেই বিমানবন্দর চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এরপর পুলিশ পাহারায় মাওলানা সাদকে কাকরাইল মসজিদে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই অবস্থান করছেন মাওলানা সাদ। তবে, সাদকে ইজতেমায় যেতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সাদ বিরোধীরা।
বাংলা৭১নিউজ/জেএস