বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে হবে চেতনানাশক খাইয়ে সাতজনকে হত্যা করেন জাহাজের লস্কর: র‌্যাব চিকিৎসকদের আরও বেশি মানবিক হতে হবে: ডা. শফিকুর রহমান কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা কাকরাইল চার্চে দেশ-জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় প্রার্থনা রূপালী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল ইসলাম কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সভা কোনাবাড়িতে ৩ বাড়ির ৫৭ কক্ষে আগুন সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার: আসিফ মাহমুদ জাহাজে সাত খুন: বাগেরহাট থেকে ইরফান গ্রেফতার মোজাম্বিকে তিন শতাধিক বাংলাদেশির দোকান লুটপাট শুভ বড়দিন আজ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫ চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেটা নিজের মধ্যে স্থাপন করতে হবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর জেলখানায় হত্যা: শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

তাবলিগের সাদপন্থি নেতা মুয়াজ বিন নূরের ছাত্রত্ব ও সনদ বাতিল

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৭ বার পড়া হয়েছে

তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থি নেতা মুয়াজ বিন নূরের ছাত্রত্ব ও সনদ বাতিল করেছে তার শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া শারইয়্যাহ মালিবাগ। 

রোববার (২২ ডিসেম্বর) ‘জরুরি ঘোষণা’ লেখা মাদ্রাসার প্যাডে বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

মাদ্রাসাটির ভারপ্রাপ্ত মুহতামিমের (ভারপ্রাপ্ত পরিচালক) স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাবলিগ জামাতের সাদপন্থি নামে পরিচিত অংশটি অনেক ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ তথা উলামায়ে দেওবন্দের মত ও পথ থেকে বিচ্যুত। তাদের কার্যকলাপ দ্বারা দ্বিনি ইলম (ধর্মীয় জ্ঞান) ও উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ ছড়ানোর বিষয়টি স্পষ্ট। যা ইসলাম ও মুসলমানদের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। তাদের (সাদ পন্থিদের) উগ্রতা, নৃশংসতাও দেখা গেছে।

এতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে জামিয়ার সাবেক ছাত্র মুয়াজ বিন নূরকে আদর্শ বিচ্যুত তাবলিগ জামাতের অংশটির ভ্রান্ত মতাদর্শ ধারণ করতে এবং তাদের নেতৃত্ব দিতে দেখা গেছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি (মুয়াজ বিন নূর) ২০১০-এ জামিয়া থেকে তাকমীল জামাত অধ্যয়নে শিক্ষা সমাপণ করেছেন।

দেশের ঐতিহ্যবাহী দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিয়া শারইয়্যাহ মালিবাগের’ গঠনতন্ত্র অনুসারে, জামিয়ার প্রতিটি ছাত্র-শিক্ষক আহলুস সুন্নাহ ওয়াল জামাআ’র আকিদা-বিশ্বাস ও চিন্তা-চেতনার পূর্ণ ধারক-বাহক হওয়া এবং উলামায়ে দেওবন্দের পূর্ণাঙ্গ অনুসারী হওয়া অত্যাবশ্যক। তাই সব শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী মুয়াজ বিন নূরের ছাত্রত্ব ও সনদ বাতিল করা হলো।

আজ থেকে সে জামিয়া শারইয়্যাহ মালিবাগের কোনো পরিচয় দেওয়ার নৈতিক অধিকার রাখে না বলেও এতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থি নেতা মুয়াজ বিন নূরকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com