বাংলা৭১নিউজ,তানোর (রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর তানোরের বাধাইড় ইউপির ঝিনাখৈর মৌজায় একটি সরকারি খাস পুকুরের দখল নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, এই খাস পুকুরের দখল নিয়ে যে কোনো সময় খুন-জখম বা রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসি শঙ্কিত হয়ে উঠেছে। গত ২৮ ফেব্ররুয়ারী চাঁপাইনবাবগঞ্জ জেলার বারঘরিয়া গ্রামের ওমর আলী ও মহাসিন আলী তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে পুকুরের বিপুল পরিমাণ মাছ লুট করে উল্টো ভূমিহীনদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে।
জানা গেছে, তানোরের বাধাইড় ইউপির ঝিনাখৈর মৌজায়, এক নম্বর খাতিয়ান ভুক্ত ১১৪২ নম্বর দাগে প্রায় ৪০ শতক আয়তনের একটি সরকারি খান পুকুর (দোরজাহানকুড়ি) রয়েছে।
স্থানীয়রা জানান, এলাকার ভূমিহীনরা দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে ভোগদখল করে আসছেন। কিন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার বারঘরিয়া গ্রামের মৃত ধলু মন্ডলের পুত্র ওমর আলী ও মহাসিন আলী জাল কাগজ সৃষ্টি করে ওই খাস পুকুর দখলের চেস্টা করছে। এদিকে খাস পুকুর দখলের খবর ছড়িয়ে পড়লে এলাকার ভূমিহীনদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
এব্যাপারে তানোর থানার ডিউটি অফিসার এসআই আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে ২রা মার্চ উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় ডাকা হয়েছে কাগজপত্র পরীক্ষা-নীরিক্ষা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এব্যাপারে মহাসীন আলী বলেন, ওই পুকুর নিয়ে তাদের পক্ষে আদালতের দুটি ডিগ্রী রয়েছে, কিšত্ত স্থানীয় কিছু মানুষ পুকুর জবরদখল করতে মরিয়া হয়ে উঠেছে। এব্যাপারে ভূমিহীনদের পক্ষে আলাউদ্দিন বলেন, প্রভাবশালীরা ভূয়া কাগজপত্র তৈরী করে পুকুর দখলের চেস্টা করছে।
বাংলা৭১নিউজ/এবি