শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আন্দোলন ঠেকাতে ১৭ দিন ধরে বন্ধ ঢাকা সিটি কলেজ অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ে গৃহীত কার্যক্রম আজ সেই ভয়াল ১৫ নভেম্বর দেশেই ইউরোপীয় দেশগুলোর দূতাবাস চান ভিসাপ্রত্যাশীরা মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়ন বন্ধ, ভোগান্তিতে প্রবাসীরা সাফা থেকে ৩ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ইসলামী ব্যাংক একদফা দাবি নিয়ে কাকরাইল মসজিদে প্রবেশ সাদ অনুসারীদের চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২ ঢাকার বাসায় ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ হলো প্রাথমিকে সশরীরে ক্লাস প্যারাগুয়ের কাছে হার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বরিশালের সাবেক এমপি টিপু কেরানীগঞ্জে গ্রেপ্তার মাদ্রাসা ছাত্রদের মৃত্যুতে উল্লাস করব, প্রশ্ন মোস্তফা সরয়ার ফারুকীর বর্তমান সরকার শহীদ ও আহতদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারবে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশের সামনে দুটি পথ খোলা থাকবে ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র এএমসিএলসহ ৪৬ প্রতিষ্ঠান পেলো আইসিএমএবি পুরস্কার চট্টগ্রামের উন্নয়নে ৩ খাতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন ডা. শাহাদাত তিনদিনের মধ্যে এনআইডির ক্যাটাগরি করতে ইসির নির্দেশ

তফসিল বাতিলের দাবিতে সারাদেশে বিক্ষোভ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১২ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এতে ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

লক্ষ্মীপুর
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর জেলা কমিটির ব্যানারে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিলটি মোরগহাটা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব:) মুহাম্মদ ইব্রাহিম, সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, জয়েন্ট সেক্রেটারি আ হ ম নোমান সিরাজী, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহের আরেফি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হোসাইন, জেলা সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি নাছির আহমেদ, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি ইসমাঈল সিরাজী ও ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

লালমনিরহাট
বৃহস্পতিবার দুপুরে তফসিল বাতিলের দাবিতে রেলওয়ে মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রাণকেন্দ্র মিশনমোড় চত্বরে গিয়ে শেষ পরে সেখানে সমাবেশ করেন তারা। সংগঠনটির জেলা শাখার সভাপতি ইব্রাহিম হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোকসেদুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী রমজান ইসলাম প্রমুখ।

কুড়িগ্রাম
দলীয় সরকারের অধীনে এক তরফা তফসিল ঘোষণা করার প্রতিবাদে কুড়িগ্রামে গণ মিছিল ও বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সব স্তরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নছর উদ্দিন মার্কেট মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি পথ সভার মাধ্যমে মিছিলটি শেষ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা মো. নুরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুস সালাম,প্রচার সম্পাদক মাওলানা মো. আবুল কাশেম আজাদ অর্থ সম্পাদক মাওলানা মো. শরিফুজ্জামান সিদ্দিকীসহ জেলা উপজেলার নেতাকর্মীরা।

কিশোরগঞ্জ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলটি শহরের শহীদী মসজিদে সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে ইসলামী আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদারের নেতৃত্বে জেলা সেক্রেটারি মুহাম্মদ রুকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি শরীফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি মুসা খান, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মুক্তির সোপানের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুহিবুল্লাহ, কাজীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ আবু জাফর আহমেদ, সহ-সভাপতি গোলাম উসমানী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উল্লাপাড়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা মানসুরুল হক ও বেলকুচি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ জয়নাল আবেদীন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com