প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এতে ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
লক্ষ্মীপুর
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর জেলা কমিটির ব্যানারে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিলটি মোরগহাটা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব:) মুহাম্মদ ইব্রাহিম, সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, জয়েন্ট সেক্রেটারি আ হ ম নোমান সিরাজী, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহের আরেফি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হোসাইন, জেলা সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি নাছির আহমেদ, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি ইসমাঈল সিরাজী ও ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
লালমনিরহাট
বৃহস্পতিবার দুপুরে তফসিল বাতিলের দাবিতে রেলওয়ে মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রাণকেন্দ্র মিশনমোড় চত্বরে গিয়ে শেষ পরে সেখানে সমাবেশ করেন তারা। সংগঠনটির জেলা শাখার সভাপতি ইব্রাহিম হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোকসেদুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী রমজান ইসলাম প্রমুখ।
কুড়িগ্রাম
দলীয় সরকারের অধীনে এক তরফা তফসিল ঘোষণা করার প্রতিবাদে কুড়িগ্রামে গণ মিছিল ও বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সব স্তরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নছর উদ্দিন মার্কেট মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি পথ সভার মাধ্যমে মিছিলটি শেষ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা মো. নুরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুস সালাম,প্রচার সম্পাদক মাওলানা মো. আবুল কাশেম আজাদ অর্থ সম্পাদক মাওলানা মো. শরিফুজ্জামান সিদ্দিকীসহ জেলা উপজেলার নেতাকর্মীরা।
কিশোরগঞ্জ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলটি শহরের শহীদী মসজিদে সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে ইসলামী আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদারের নেতৃত্বে জেলা সেক্রেটারি মুহাম্মদ রুকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি শরীফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি মুসা খান, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মুক্তির সোপানের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুহিবুল্লাহ, কাজীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ আবু জাফর আহমেদ, সহ-সভাপতি গোলাম উসমানী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উল্লাপাড়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা মানসুরুল হক ও বেলকুচি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ জয়নাল আবেদীন।
বাংলা৭১নিউজ/এসএইচ