বাংলা৭১নিউজ,সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচন তফসিল ঘোষনার পূর্বে কোন প্রার্থী দেয়ালে পোষ্টার লাগালে তাদেরকে ২ লাখ টাকা জরিমানা করার ঘোষনা প্রশাসন।
সোমবার উপজেলা প্রশাসন আয়োজিত আইন শৃংখলা ও বিভিন্ন বিষয় নিয়ে মাসিক সম্বনয় সভায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের উদ্দেশ্য উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম এ হুসিয়ারী দেন। তিনি সম্ভাব্য প্রার্থীদেরকে মোবাইল ফোনের মাধ্যমে দেয়ালে পোষ্টার না লাগানোর জন্য অনুরোধ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার সভায় প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার অনুরোধ জানিয়ে সকলকে সহযোগীতা করার জন্য আহবান জানান।
সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জোহরা লতিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.বি.এম.শফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মল হক, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন প্রমুখ।
বাংলা৭১নিউজ/এসকে