বাংলা৭১নিউজ, ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, তফসিল ঘোষণার পর নতুন কোন মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিএনপি গ্রেপ্তারকৃত কয়েক হাজার নেতাকর্মীর তালিকা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের কারো বিরুদ্ধে ২০১২ কারো বিরুদ্ধে ২০১৩ সালে মামলা করা হয়েছে।
আজ সকাল সাড়ে ১০টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় তিনি এসব কথা বলেন। একই সঙ্গে সিইসি নির্বাচনী কর্মকর্তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য চাওয়া যাবে না বলে জানান। বলেন, নতুন করে মামলা-মোকদ্দমাও করা যাবে না।
নির্বাচন ভবনের অডিটরিয়ামে সুষ্ঠু নির্বাচনের দিকনির্দেশনা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেন ইসি। বৈঠকে ৬৪ জেলার পুলিশ সুপার, মেট্রোপলিটন এলাকাগুলোর কমিশনার ও পুলিশ প্রধান উপস্থিত রয়েছেন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনার, ইসি সচিবালয়ের কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়েছেন। সূত্র: মানবজমিন।
বাংলা৭১নিউজ/জেএস