বাংলা৭১নিউজ,ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় স্বাগত জানিয়েছে জাতীয় পার্টি। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
বৃহস্পতিবার গুলশানে নিজের ব্যবসায়িক কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুহুল আমিন হাওলাদার বলেন, ‘ইসি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে পাওয়া সুপারিশের অনেকগুলো বাস্তবায়নের চেষ্টা করেছে। আমার বিশ্বাস ইসি অতীতের যেকোনো নির্বচানের চেয়ে সুষ্ঠু নির্বাচনে সফল হবে।’
অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার সিস্টেম খুবই ভালো হয়েছে উল্লেখ করে জাপা মহাসচিব বলেন, ‘অনেক সময় মনোনয়ন দাখিলে সমস্যা হয়। অনেকে বাধা দেয়ার চেষ্টা করে। এখন অনলাইনে জমা দেয়ার সিস্টেম থাকায় আর সংকট থাকলো না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, ‘আমি মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল আসবে। অতীতের ভুল পুনরাবৃত্তি করবে না।’ সেই সাথে যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীকে নিযুক্ত করা হয়েছে এতে নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করেন জাপা মহাসচিব।
বাংলা৭১নিউজ/এসএস