কক্সবাজারের পরিচিত পর্যটন স্পট হিমছড়ির সাগর তীরের জেলা পরিষদের রেস্ট হাউস ‘মাধবী’ ধসে পড়েছে। চলমান বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরের ঢেউয়ের তোড়ে পরিত্যক্ত এ ভবনটি সাগরে ধসে যায়। সরকারঘোষিত চলমান বিধিনিষেধের কারণে ভবনটির আশপাশ জনশূন্য থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (২৪ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে ভবনটি ধসে পড়ে বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।
জেলা পরিষদ সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ হওয়ায় বেশ কয়েক বছর আগে মাধবী নামের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। শনিবার বেলা সোয়া ১১টার দিকে সাগরের বাড়ন্ত পানির ঢেউয়ের আঘাতে ভবনটি ধসে পড়ে। ধসে পড়া ভবনের বিভিন্ন অংশ আটকে আছে জিও ব্যাগে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক বলেন, সাগর উত্তাল থাকায় ঢেউ আছড়ে পড়ছিল কোলে। ঢেউয়ের আঘাতে কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউসটি ধসে সাগরের বুকে তলিয়ে গেছে। তবে এ সময় কেউ সেখানে ছিলেন না। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা বলেন, বন বিভাগ পরিচালিত পর্যটন স্পট হিমছড়ি ভ্রমণে আসা পর্যটকরা রেস্ট ও চেইঞ্জিং রুম হিসেবে জেলা পরিষদের মাধবী ভবনটি ব্যবহার করতো। মেরিন ড্রাইভের সাগর অংশের কূল ঘেঁষে গড়া ভবনটি ধীরে ধীরে ঢেউয়ের আক্রোশে পড়ে। বছর তিনেক আগে ঢেউয়ের তোড়ে দেয়ালে ফাটল ধরায় এটি পরিত্যক্ত ঘোষণা হয়। অবশেষে আজ (২৪ জুলাই) তা ফাইনালি সাগরে তলিয়ে গেল।
বাংলা৭১নিউজ/এসএইচ