ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৯ নম্বর ওয়ার্ড থেকে রোগীর কাছ থেকে ১৬ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ফারুক মিয়া (৩০) নামের এক চোরকে হাতেনাতে আটক করেছে আনসার সদস্যরা। এসময় তার কাছ থেকে টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তাকে আটক করে প্রশাসনিক ব্লকে নিয়ে আসা হয়। পরে তাকে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
ভুক্তভোগী রোগীর স্বামী খোরশেদ আলম বলেন, চাঁদপুর মতলব থেকে অসুস্থ অবস্থায় গত সোমবার আমার স্ত্রীকে ঢাকা মেডিকেলের ১০৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করি। আজ দুপুরের দিকে এক চোর প্রথমে বলে সে আমার মামাতো ভাই। আমি বলি আমি তো আপনাকে চিনতে পারছি না।
পরে সে বলল এখানে যত চিকিৎসা আছে আমি সব ফ্রি ব্যবস্থা করে দেব। এরপর আমাকে বলে আপনার কাছে ১০০০ টাকা ভাঙতি আছে কি না, পরে আমি পকেট থেকে বের করতে গেলে আমাকে বলে- না থাক লাগবে না। আপনার কাছে যে টাকা আছে সেই টাকা আপনি আপনার স্ত্রীর কাছে দিয়ে আমার সঙ্গে চলেন ডাক্তারের কাছে যাই।
পরে সে আমাকে দুই তলায় নিয়ে যায়। আমাকে বলে আপনি এখানে দাঁড়ান আমি একটু আসতেছি। এই বলে সে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। আমার মনে সন্দেহ হলে আমি দ্রুত নিচে নেমে ১০৯ নম্বর ওয়ার্ডের সামনে আসতেই দেখি সে আমাকে দেখে দৌড়ে পালিয়ে যাচ্ছে। পরে আমি চিৎকার দিলে আনসার সদস্যরা তাকে ধরে ফেলেন।
তিনি আরও বলেন, সে আমার স্ত্রীকে গিয়ে বলে ভাই আপনার কাছে যে টাকা রেখে গেছে সেই টাকা আমাকে দিতে বলেছে। সে দিতে না চাইলে তার কাছ থেকে জোর করে নিয়ে নেয়।
এবিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) উজ্জ্বল বেপারী বলেন, ঢাকা মেডিকেলের ১০৯ নম্বর ওয়ার্ডে রোগীর কাছ থেকে ১৬ হাজার ৫০০ টাকা নিয়ে পালানোর সময় আমাদের আনসার সদস্যরা ওই চোরকে হাতেনাতে আটক করে। পরে আমরা তাকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করি।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হাসপাতাল থেকে এক চোরকে আটক করে আনসার সদস্যরা। তাকে আমাদের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেছে। আমরা বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি।
বাংলা৭১নিউজ/এসএইচ