বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ কলেজকে অধিভুক্তি তালিকা বাতিলের দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের হল, অনুষদ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
সোমবার সকাল ৮টা থেকে ক্লাস বর্জন করে অপরাজেয় বাংলায় বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিকে অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসের শিক্ষার্থীদের দাবিকে অযৌক্তিক-অগণতান্ত্রিক দাবি করে বেলা ১১টায় নিজ নিজ কলেজের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন।
কলেজের শিক্ষার্থীদের দাবি, যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড মডেলের বিশ্ববিদ্যালয় হিসেবে আবাসিক হলে নিবন্ধিত শিক্ষার্থীদের মতো অধিভুক্ত কলেজে নিবন্ধিত শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী।
তবে হলে নিবন্ধিত শিক্ষার্থীরা এ দাবি মানতে রাজি নন। তাদের দাবি, অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিতে পারবেন না।
এ দাবিতে রোববার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সেখান থেকে আজ সোমবার ক্লাস বর্জনের ঘোষণা দেয়া হয়।
বাংলা৭১নিউজ/জেএস