সমালোচনার মুখে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সান্ধ্যকালীন এমবিএ কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে শেষ মুহুর্তে এসে তা স্থগিত করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মুহাম্মাদ আব্দুল মঈন গণমাধ্যমকে বলেন, পরীক্ষা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা আইনিভাবে বিষয়টা দেখব। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আজ সকালে আমি বিস্তারিত জেনেছি এবং ডিনকে বলেছি, নীতিমালা হওয়ার আগ পর্যন্ত আপনারা পরীক্ষা নিতে পারবেন না।জানা যায়, বেলা ১১টায় রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে শেষ মুহুর্তে এসে পরীক্ষা আর হয়নি।
বাংলা৭১নিউজ/এএম