ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনের অন্যতম স্পন্সর হিসেবে ১ কোটি ২৫ লাখ টাকা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আখতারুজ্জামানের কাছে স্পন্সরের চেক হস্তান্তর করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আকিজ উদ্দীন।
এ সময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার ও হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ