বাংলা৭১নিউজ,ঢাকা: ডাকসু নির্বাচনের কারণে কাল রোববার সন্ধ্যা ছয়টা থেকে আগামী সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়র পরিচয়পত্র ছাড়া কোনো ব্যক্তি বা যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকতে পারবে না। প্রবেশমুখে বসানো হবে চেকপোস্ট। নিয়ন্ত্রণে থাকবে সাধারণ যান চলাচল।
আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। রাজধানীর শাহবাগ থানায় ডাকসু নির্বাচন উপলক্ষে ডিএমপি গৃহীত নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানাতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
আছাদুজ্জামান মিয়া বলেন, ডাকসু নির্বাচন উপলক্ষে কাল সন্ধ্যা ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত কেউ ঢুকতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র নিয়ে এলাকায় ঢুকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদিত কার্ড ব্যবহার করে চলাচল করতে হবে।
ডিএমপি কমিশনার বলেন, বিশ্ববিদ্যালয়ের সাতটি পয়েন্টে চেকপোস্ট থাকবে। ঢাকা মেডিকেল কলেজে রোগীদের বকশীবাজার ও চানখাঁরপুল এলাকা দিয়ে চলাচল করতে হবে।
নিরাপত্তার দায়িত্বে র্যাব ও পুলিশ কাজ করবে। তিনি বলেন, হলের ভোটকেন্দ্রগুলো ক্যামেরার আওতায় থাকবে।
বাংলা৭১নিউজ/একে