বাংলা৭১নিউজ, ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারে আন্দোলনকারী আটক নেতাকর্মীদের মুক্তি ও নিরপক্ষে ক্যাম্পাসের দিবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভ মিছিল থেকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। নিরপেক্ষ ক্যাম্পাস চাই ব্যানারে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি রোকেয়া হল থেকে শামসুন্নাহার হলে যায়। সেখানে আগ থেকে অবস্থান নেয়া ছাত্রীদের দিয়ে রাজু ভাস্কর্য হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।
ক্ষোভ মিছিলে অংশ নেয়া অধিকাংশই ছাত্রী। বিক্ষোভকারীরা শ্লোগানে বলেন, আমার ভাই জেলে কেন? ক্যাম্পাসে হামলা কেন? হামলাকারীদের বিচার চাই।
বাংলা৭১নিউজ/বিকে