বাংলা৭১নিউজ,ঢাকা: কোনো দল দেখে নয় লেভেল প্লেইং ফিল্ড বজায় রেখেই অনুষ্ঠিত হবে এবারের সিটি নির্বাচন।
(২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষন ইনস্টিটিউটে ঢাকা উত্তর ও দক্ষিন সিটি নির্বাচনের রির্টানিং ও সহকারী রির্টার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষন অনুষ্ঠানে একথা জানান, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
এসময় ঢাকার আসন্ন দুই সিটি নির্বাচনকে এই কমিশনের জন্য চ্যালেঞ্জ বলে মন্তব্য করে তিনি বলেন, এবারের সিটি নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
ইভিএম এর ব্যবহার সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার জানান, মাঠে ইভিএম ব্যবহার নিয়ে সমস্যা হলে তা বন্ধ করা হবে। তবে অতীতে ইভিএম এর সাফল্যের কথা বিবেচনা করেই এই নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ সময় নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ইভিএম নিয়ে যেন কোনো প্রশ্ন উঠতে না পারে, সে বিষয়টি নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ।
আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের ভোট ঘিরে আওয়ামী লীগ ও বিএনপিতে চলছে পুরোদমে প্রস্তুতি।
বাংলা৭১নিউজ/এইচ