জাতীয় সংগীত ও দলীয় সংগীত গাওয়ার মাধ্যমে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বার্ষিক সম্মেলন। আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ সম্মেলন শুরু হয়।
দীর্ঘ সাড়ে চার বছর পর ঢাবি ছাত্রলীগের এ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ২০১৮ সালের ২৯ এপ্রিল ঢাবি শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এবারের সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। সম্মেলনে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত আছেন৷ সম্মেলন সঞ্চালনা করছেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সম্মেলন উপলক্ষে দুপুর ২টা থেকে বিভিন্ন হল ইউনিটসহ অন্যান্য ইউনিট থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা সম্মেলনস্থলে আসতে শুরু করে। বিকেল সাড়ে তিনটায় জাতীয় সংগীতের সময় জাতীয় পতাকা এবং সব হল ইউনিট শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হল ইউনিটের পতাকা উত্তোলন করেন। জাতীয় সংগীত ও দলীয় সংগীতের পর ছাত্রলীগের কর্মীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ।
বাংলা৭১নিউজ/এসএইচ