রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর অবস্থানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেন।
সমাবেশকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সে জন্য এই অবস্থান নিয়েছে বলে জানান ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ সন্ধ্যা পর্যন্ত তারা অবস্থান করবেন।
শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, নীলক্ষেত মোড়ে অবস্থা নেয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ এবং স্যার এ এফ রহমান হল ছাত্রলীগ। এছাড়া শাহবাগ মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ, পলাশী গোল চত্বরের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগ, শহীদ মিনার এলাকায় কবি জসীম উদ্দিন হল ছাত্রলীগ, দোয়েল চত্বরে ড. মুহাম্মদ শহিদুল্লাহ হল ছাত্রলীগ, ফজলুল হক হল ছাত্রলীগ ও অমর একুশে হল ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়।
এর পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পদপ্রত্যাশী নেতারা মোটরসাইকেল নিয়ে শোডাউন করছে বিশ্ববিদ্যালয় এলাকা, হাইকোর্ট, ঢাকা মেডিক্যাল কলেজ, প্রেস ক্লাব এলাকায়।
বাংলা৭১নিউজ/এবি