বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।
আজ বিকালে বিশ্ববিদ্যালযের ডিন্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া।
সম্ভাব্য তারিখ অনুযায়ী, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১৫ সেপ্টেম্বর, কলা অনুষদের অধীনে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর, বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের পরীক্ষা ১৩ অক্টোবর ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এছাড়া চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশের পরীক্ষা ১৬ সেপ্টেম্বর ও অংকন অংশের পরীক্ষা ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠকে পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে।
বাংলা৭১নিউজ/সিএইস