বাংলা৭১নিউজ, ঢাকা: পবিত্র হজ পালন শেষে ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট। ৪০০ জন যাত্রী নিয়ে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বিমানের ফ্লাইটটি।
রোববার রাত ২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও সেটি রাত ৩টা ১৯ মিনিটে এসে পৌঁছায়। ফ্লাইটটিতে ছিলেন ৪০০ জন হাজি। তবে বছরের প্রথম ফিরতি হজ ফ্লাইটে যাত্রাপথে বিলম্ব ছাড়া অন্য কোনো অভিযোগ নেই হাজিদের।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, সোমবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে। কোনো ধরনের সমস্যা ছাড়াই সব ফ্লাইট যথাসময়ে পরিচালিত হবে।
এ বছর ৫২৮টি এজেন্সি এবং সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সৌদি আরব আসেন ১লক্ষ ২৭ হাজারের বেশি বাংলাদেশি। হজ পালনের সময় শনিবার মধ্যরাত পর্যন্ত মারা গেছেন ৮৯ জন। চিকিৎসা নিয়েছেন ৬৬ হাজার ২৯৮জন এবং এখনো হাসপাতালে ভর্তি আছেন বেশ কয়েকজন। সূত্র: কালের কণ্ঠ।
বাংলা৭১নিউজ/জেএস