বাংলা৭১নিউজ,(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোটরসাইকেল থেকে পড়ে মাইক্রোবাস চাপায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নলকা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে মোটরসাইকেলযোগে দুই যুবক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। তারা নলকা সেতুর ওপর উঠলে পেছন থেকে এক যুবক পড়ে যায়। এরপর পেছন থেকে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএফ