বাংলা৭১নিউজ, ঢাকা : বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস। সন্ধ্যা ৬.১৫টায় শুরু হবে ম্যাচটি। মিরপুর থেকে যা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি সিক্স।
১০ ম্যাচের ৭টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে ১০ ম্যাচের ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চিটাগং ভাইকিংস।
প্রথম দেখায় ১৪৮ রান করেও ১৯ রানের দারুণ এক জয় পেয়েছিল ঢাকা। আজ সেই হারের জবাব দিতে পারে কিনা চিটাগং সেটাই দেখার বিষয়। অবশ্য গেইলের আগমণে দারুণ ছন্দে আছে চিটাগং ভাইকিংস।
চলুন দেখে নেওয়া যাক হাইভোল্টেজ এই ম্যাচে কেমন হতে পারে ঢাকা ও চিটাগংয়ের সম্ভাব্য একাদশ।
চিটাগং ভাইকিংসের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. ক্রিস গেইল
৩. এনামুল হক বিজয়
৪. শোয়েব মালিক
৫. জাকির হাসান
৬. জহুরুল ইসলাম
৭. মোহাম্মদ নবী
৮. শুভাশীষ রায়
৯. সাকলাইন সজীব
১০. ইমরান খান (১)
১১. তাসকিন আহমেদ।
ঢাকা ডায়নামাইটসের সম্ভাব্য একাদশ :
১. মেহেদী মারুফ
২. এভিন লুইস
৩. সেকুজি প্রসন্ন
৪. আন্দ্রে রাসেল
৫. সাকিব আল হাসান
৬. ডোয়াইন ব্রাভো
৭. মোসাদ্দেক হোসেন
৮. নাসির হোসেন
৯. সানজামুল ইসলাম
১০. ইরফান শুকুর
১১. আবু জায়েদ।
বাংলা৭১নিউজ/সিএইস