বাংলা৭১নিউজ, কুমিল্লা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর থেকে কুমিল্লার দাউদকান্দি গৌরিপুর এলাকা পর্যন্ত প্রায় ৪২ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
শনিবার সকাল পর্যন্ত টানা তৃতীয় দিনের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট অব্যাবহত রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ মার্চ) রাত থেকে এই যানজটের শুরু হয়। আজ শনিবার সকাল ১১টার দিকেও দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকা পর্যন্ত ৪২ কিলোমিটার যানজট রয়েছে।
পুলিশ জানায়, বিভিন্ন সড়কের যানবাহনের চাপে যানজট আরও বাড়ছে।
কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার রাত থেকে যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল ১১টা পর্যন্ত কুমিল্লার অংশে প্রায় ২২ কিলোমিটার যানজট রয়েছে। এছাড়া মেঘনার ওই অংশেও তীব্র যানজট রয়েছে।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর থেকে কুমিল্লার দাউদকান্দি গৌরিপুর পর্যন্ত প্রায় ৪২ কিলোমিটার যানজট রয়েছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ প্রাণপণ চেষ্টা চালাচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএইচ