দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলা এলাকায় একটি রডবাহী গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বুধবার (১ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার শেখপাড়া এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লরিচালক সামান্য আহত হয়েছেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, মালবাহী লরিতে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে বুধবার সকালে কর্ণফুলী থানার ভেল্লাপাড়া ক্রসিং এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে দুর্বৃত্তরা। প্রথমে গাড়িটি যাত্রী নামিয়ে দিয়ে ভাঙচুর করে। একপর্যায়ে গাড়িটিতে আগুন দেওয়া হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, বিএনপি ও জামায়াতের ডাকা টানা ৩ দিন অবরোধের দ্বিতীয় দিন আজ। এদিন গতকালের চেয়ে যান চলাচল একটু বেড়েছে। তবে বন্ধ রয়েছে বেশিরভাগ দূরপাল্লার গাড়ি। নগরের সড়কে গণপরিবহন চললেও সংখ্যায় কম এবং যাত্রীও কম। সড়কে রিকশা, অটোরিকশা, টেম্পু ও প্রাইভেট গাড়ির দাপট বেশি।
বাংলা৭১নিউজ/এসএইচ