বাংলা৭১নিউজ, ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। সূত্র জানিয়েছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ঢাকায় এনেছে পুলিশের একটি দল।
রোববার রাত সাড়ে ১০টার দিকে মাওলানা নিজামীকে নিয়ে কাশিমপুর কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে পুলিশ। রাত ১২টার আগেই কেন্দ্রীয় কারাগারে পৌঁছানো হয় মাওলানা নিজামীকে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় মাওলানা নিজামীর ফাঁসির আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে তার মৃত্যুদণ্ড বহাল থাকে।
বাংলা৭১নিউজ/সি