বাংলা৭১নিউজ, ঢাকা : ঢাকা কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ সন্ধ্যা ৭টার দিকে কলেজের উত্তর ছাত্রাবাস ও আন্তর্জাতিক হলের মধ্যে এ ঘটনা ঘটে।
প্রায় আধাঘণ্টা দুই গ্রুপের সংঘর্ষ চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ঢাকা কলেজ সূত্র জানায়, কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক নূর আলম ভূইয়া রাজু ও যুগ্ম আহ্বায়ক ফরহাদ মির্জা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাজু কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি। রাজু কলেজ শাখার আহ্বায়ক হওয়ার আগে ক্যাম্পাসের বাইরে ছিলেন। আহ্বায়ক হওয়ার পর তিনি কলেজ ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেন। রাজু আন্তর্জাতিক হলে থাকতেন।
সন্ধ্যার পর উত্তর ছাত্রাবাসের নেতাকর্মীরা ফরহাদ মির্জার নেতৃত্বে রাজুকে বের করে দেয়ার জন্য আন্তর্জাতিক হলে হামলা চালায়। রাজুর পক্ষের নেতাকর্মীরা প্রতিরোধ করার চেষ্টা করে।
এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলে ছাত্রলীগ সূত্রে জানা গেছে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপপাতাল সূত্র জানায়, ঢাকা কলেজ ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের পর আহত দু’জন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তারা হলেন- মামুন ও রাসেল।
তবে তারা এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা হাসপাতালের জরুরি বিভাগে আসেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে রাত ৮টার দিকে বেরিয়ে যান।
পুলিশের রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার বলেন, দু’পক্ষের সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বাংলা৭১নিউজ/সিএইস