বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাকরাইল চার্চে দেশ-জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় প্রার্থনা রূপালী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল ইসলাম কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সভা কোনাবাড়িতে ৩ বাড়ির ৫৭ কক্ষে আগুন সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার: আসিফ মাহমুদ জাহাজে সাত খুন: বাগেরহাট থেকে ইরফান গ্রেফতার মোজাম্বিকে তিন শতাধিক বাংলাদেশির দোকান লুটপাট শুভ বড়দিন আজ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫ চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেটা নিজের মধ্যে স্থাপন করতে হবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর জেলখানায় হত্যা: শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল কর্ণফুলীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবার সিলেট সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ দেশের স্বাধীনতা, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করবো না: জামায়াত আমির ডিএমপিতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫২৯ মামলা

ঢাকা কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক জাহানারা বেগম

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২২ বার পড়া হয়েছে

ঢাকা কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক জাহানারা বেগম। এর আগে তিনি ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামী ১৩ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। আবশ্যিকভাবে তার পিডিএস-এ লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

অধ্যাপক জাহানারা বেগমের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ কর্ম কমিশনের শিক্ষা ক্যাডারে যোগদান করেন। ২০১৮ সাল থেকে ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

এদিকে বৃহস্পতিবার রাতেই ঢাকা কলেজে যোগদান করেছেন এই অধ্যাপক। নতুন উপাধ্যক্ষ অধ্যাপক জাহানারা বেগম বলেন, বর্তমানে কলেজ কি অবস্থায় চলছে সেগুলো বিবেচনা করে আমি পরিকল্পনা অনুযায়ী কাজ করবো। বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলোতেই বেশি নজর দেবো। এখন শিক্ষার্থীদের সমস্যাগুলো, যেগুলোর সমাধান করা খুবই দরকার সেগুলো করতে চাই। স্বল্প সময়ের মধ্যে শেষ করা যাবে এমন কাজ সম্পন্ন করে দেওয়ার চেষ্টা থাকবে।

এর আগে, গত ১২ আগস্ট শিক্ষার্থীদের তোপের মুখে অন্যত্র বদলি অথবা পদায়নের আবেদন করেন আগের উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে তিনি এই আবেদন করেছিলেন।

মূলত, ওই সময় অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে নীরব ভূমিকা পালন করার অভিযোগ করেছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com