শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পেঁয়াজ-মুরগি-সবজিতে কিছুটা স্বস্তি, সর্বোচ্চ দামে আলু সাবেক এমপি তাহজীব আলম তিনদিনের রিমান্ডে মেক্সিকোতে গাড়ির মধ্যে মিলল ১১ লাশ শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস পাবনায় মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে হত্যা ঢাকা কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক জাহানারা বেগম হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসিকে বেছে নিলেন ট্রাম্প ঢাবির হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ জেনেভা ক্যাম্পে হত্যাসহ ৬ মামলার আসামি ‘বোমা আরমান’ গ্রেফতার শোকজের জবাবে যে ব্যাখ্যা দিয়েছেন সমন্বয়ক হাসিব আল ইসলাম ডিমেরিট পয়েন্ট পেল বাংলাদেশ-ভারত সিরিজের আউটফিল্ড ঝুঁকি নিয়ে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক প্রথমবারের মতো দেশে চালু হচ্ছে ‘অরেঞ্জ বন্ড’ গাজা-লেবাননে আরও শতাধিক প্রাণহানি ঢাকায় বিএনপির র‌্যালি দুপুরে, ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার সুইজারল্যান্ডে হেনস্তার শিকার উপদেষ্টা আসিফ নজরুল ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন পুতিন ৪৭ বছর পর ইসলামী বইমেলায় শিবিরের প্রকাশনী মেরিন ও অফশোর শিল্পে বি‌নিয়োগের আহ্বান : উপদেষ্টা সাখাওয়াত

ঢাকা কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক জাহানারা বেগম

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৬ বার পড়া হয়েছে

ঢাকা কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক জাহানারা বেগম। এর আগে তিনি ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামী ১৩ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। আবশ্যিকভাবে তার পিডিএস-এ লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

অধ্যাপক জাহানারা বেগমের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ কর্ম কমিশনের শিক্ষা ক্যাডারে যোগদান করেন। ২০১৮ সাল থেকে ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

এদিকে বৃহস্পতিবার রাতেই ঢাকা কলেজে যোগদান করেছেন এই অধ্যাপক। নতুন উপাধ্যক্ষ অধ্যাপক জাহানারা বেগম বলেন, বর্তমানে কলেজ কি অবস্থায় চলছে সেগুলো বিবেচনা করে আমি পরিকল্পনা অনুযায়ী কাজ করবো। বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলোতেই বেশি নজর দেবো। এখন শিক্ষার্থীদের সমস্যাগুলো, যেগুলোর সমাধান করা খুবই দরকার সেগুলো করতে চাই। স্বল্প সময়ের মধ্যে শেষ করা যাবে এমন কাজ সম্পন্ন করে দেওয়ার চেষ্টা থাকবে।

এর আগে, গত ১২ আগস্ট শিক্ষার্থীদের তোপের মুখে অন্যত্র বদলি অথবা পদায়নের আবেদন করেন আগের উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে তিনি এই আবেদন করেছিলেন।

মূলত, ওই সময় অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে নীরব ভূমিকা পালন করার অভিযোগ করেছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com