বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্ত্রী-সন্তানসহ এনায়েত উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা নতুন ছাত্র সংগঠন ঘোষণার আগেই হাতাহাতি ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তাসকিন ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ১১ মার্চ আমরা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই: ডা. শফিকুর রহমান জামালপুরে মিটিংয়ে এসে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার আহতদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার থাইল্যান্ডে শিক্ষা সফরের বাস উল্টে ১৮ জনের মৃত্যু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখন অগ্রাধিকার দিতে হবে: বাণিজ্য সচিব সাংবাদিক মোস্তফা কাজল মারা গেছেন যুদ্ধের জন্য শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান কিম জং উনের সাড়ে ২৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ‘তাঁতিদের স্বার্থ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় সংস্কার করা হবে’ সীমান্ত দিয়ে ১৫ জনকে ফেরত পাঠাল বিএসএফ এখনো দুই মামলায় খালেদা জিয়া আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহার আনিসুল হক ৬, মামুন ৩ দিনের রিমান্ডে নির্বাচন বিলম্ব হলে কাদের সুবিধা : তারেক রহমান

ঢাকা ওয়াসায় ৮ সদস্যের নজরদারি টিম গঠন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ঢাকা ওয়াসার মজুত মালামালের ব্যবস্থাপনা প্রক্রিয়া সহজ করতে ১০টি স্টোরের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের জন্য আট সদস্য বিশিষ্ট একটি নজরদারি টিম গঠন করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে এ নজরদারি টিমের অনুমোদন দেন।

সচিব মশিউর রহমান খান নজরদারি টিমের কার্যপরিধি সম্পর্কে জানান, ক্রয় ও ব্যয়ের ভিত্তিতে শীর্ষ ১০টি স্টোর ত্রৈমাসিকভাবে সরেজমিনে পরিদর্শন করবে এ টিম, যেন ঢাকা ওয়াসার ইনভেন্টরির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত হয়।

পরিদর্শনের সময় বাস্তব গণনা করে পাওয়া স্টক এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফটওয়‍্যারে প্রদর্শিত স্টকের মধ্যে যেকোনো অসংগতি শনাক্ত করা এবং সফটওয়্যারের যাবতীয় কার্যক্রম বিধি মোতাবেক সঠিকভাবে সম্পন্ন হয়েছে কি না তা যাচাই করতে হবে।

পাশাপাশি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফটওয়্যারের ইনভেন্টরি মডিউলের যাবতীয় কার্যক্রম ও গুরুত্বপূর্ণ নথির সঠিকতা যাচাই করতে হবে। নজরদারি কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত, সুপারিশ স্টোরে পরে বাস্তবায়ন করছে কি না তার অগ্রগতি পর্যবেক্ষণ করা। পরিদর্শনের ফলাফল, চিহ্নিত অসংগতি, চ্যালেঞ্জ এবং সুপারিশসহ বিস্তারিত মাসিক প্রতিবেদন প্রস্তুত করে ইনভেন্টরি ম্যানেজমেন্ট কমিটির কাছে উপস্থাপন করতে হবে এ নজরদারি টিমকে।

ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, এ নজরদারি টিমের আহ্বায়ক করা হয়েছে সংস্থাটির হিসাব বিভাগের উপ-প্রধান অর্থ কর্মকর্তা আনিসুর রহমান পাটোয়ারীকে এবং সদস্য সচিব করা হয়েছে ঢাকা ওয়াসার অভ্যন্তরীণ অডিট বিভাগের অডিট অফিসার শহিদুল হককে।

এ ছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন– ঢাকা ওয়াসার এমআইএস বিলিং বিভাগের প্রোগ্রামার আরিফ উজ্জামান, কমন সার্ভিস বিভাগের সহকারী সচিব মোরশেদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার এনামুল হক, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী, উপ-সহকারী প্রকৌশলী তৌফিক হাসান এবং হিসাবরক্ষণ কর্মকর্তা রোকন-উজ-জামান।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com