ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের সহযোগী আখ্যা দিয়ে ঢাকা ওয়াসার দুই উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) ওয়াসা ভবন থেকে বের করে দিয়েছেন প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারীরা।
রোববার (১৭ নভেম্বর) কারওয়ান বাজার ঢাকা ওয়াসার কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।
ঢাকা ওয়াসার একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ওই দুজন ডিএমডি হলেন- একে এম সহিদ উদ্দিন (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) ও মো. আকতারুজ্জামান (ফিন্যান্স)।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা ওয়াসার এক কর্মকর্তা জানান, আজ দুপুরে অর্ধশতাধিক শ্রমিক কর্মচারী দুই ডিএমডি কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ করে তাদের সম্পর্কে নেতিবাচক স্লোগান দিতে থাকেন। যারা বিক্ষোভ করছিল তারা ঢাকা ওয়াসার বিএনপিপন্থি শ্রমিক-কর্মচারী হিসেবে পরিচিত।
একপর্যায়ে বিক্ষোভকারীরা দুই ডিএমডিকে কক্ষ থেকে টেনে বের করে ওয়াসা ভবনের সামনের রাস্তায় নিয়ে যায়। পরে তারা এমডির কক্ষের সামনে গিয়ে ফের বিক্ষোভ করেন।
বিষয়টি জানতে ঢাকা ওয়াসার এমডি ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/এসএকে